Amarendra sen

কবিতা - চাই ভালোবাসা চাই ভালোবাসতে

লেখক: Amarendra sen

যদি ভালোবেসে চাও মোর কাছে

দিতে পারি এনে আকাশের চাঁদ

প্রাণের টানে সবই ভোলা যায়

বাধা হয়না কোন কষ্ট অবসাদ।

চাই ভালোবাসা চাই ভালোবাসতে

সুখ দিয়ে চাই সুখে হাসতে,

স্নেহ প্রেম মাগি সুখের লাগি

ভালোবাসি চাই সুধু সুখে বাঁচতে।

যতদিন ভালোবাসি ততদিন বাঁচি

ভালোবাসা সৃজায় মোদের .ধরায় ,

প্রেমহীন হৃদয় যেন মরুভূমি হয়

জীবন বাঁচেনা সেথা অকালে শুকায়।

৯১
মন্তব্য করতে ক্লিক করুন