Amarendra sen

কবিতা - চাঁদের আলোয় হাসনুহানা

লেখক: Amarendra sen

যেন চাঁদের আলোয়
দেখেছিলেম হাসনুহানা
করছিল তার মধুর সুবাস
মনের মাঝে আনাগোনা,
সকাল হতেই মিলিয়ে গেল
চেনা জীবন লাগে অচেনা ,
রাতের শেষে নিশি ভোরে
এমনি মনে কত ভাবনা ।
মনে পরে কত কথা
কত সুখ কত ব্যাথা ;
পথে আসে কত কিছু
সব পেরিয়ে ধাঁই মনের পিছু ,
চলার শেষ কোথায় জানিনা
নাই যে সময় ভাবার হেথা
স্মৃতির পরশ নিয়ে সুধু
জীবন চলার ব্যাকুলতা।

২২
মন্তব্য করতে ক্লিক করুন