Amarendra sen

কবিতা - চলার পথে

Amarendra sen

জীবনের পদে পদে সংগ্রামে
চলার পথে মোর প্রাথনা
তোমার আশীষে সফল হোক
জীবন চলার দ্যোতনা।
দুঃখ বিপদ দেখলে ভয়ে
পিছিয়ে কভু থাকবোনা
কঠিন কাজে সফল না হয়ে
আনন্দেতে ভাসবোনা ।
যতই দুঃখ হোক হৃদয়ে
হোকনা ভীষণ বেদনা
তোমার আশীষ মাথায় নিয়ে
করবো জীবন সাধনা।
বাঁচার মন্ত্র দাওগো আমারে
অসীম কষ্টেও ভুলবোনা
তোমার আশীষ বর্ষণে মোর
উঠুক জেগে চেতনা।
তোমার চরণ জীবন মরণ
মুছাবে সব যন্ত্রনা
চলার পথে তোমার আদেশ
সফল কাজের মন্ত্রণা।

পরে পড়বো
১৪০
মন্তব্য করতে ক্লিক করুন