ধরণীর হেথায় সবাই মোরে ভালোবেসে ডেকে যায়
হৃদয়ে ভরে দিয়ে যায় আনন্দ আর রাশি রাশি হাসি।
কোনো দুঃখ বেদনা মোরে রুধিতে পারেনা
সবার কাছে ভালবাসার আশে ফিরে আসি।
চাইনি কিছু ভাবি নাই কখনো আর কিছু পেতে
চেয়েছি আমিও প্রাণ দিয়ে সবারে ভালোবাসতে,
ভালোবাসা ছাড়া কোনো কিছুতে কোনদিন
আমার ভাবনা হয়নি মলিন কিছুতে অন্তরাসী।
কোনোদিন পাইনি দুঃখ ধরণীরে ভালোবাসি
ভাবি তাই নিশিদিন সুখের অশ্রুজলে ভাসি।
৪০

মন্তব্য করতে ক্লিক করুন