Amarendra sen

কবিতা - একা আমি পরে রই মা (শ্যামা সঙ্গীত )

Amarendra sen
সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬ আধ্যাত্মিক কবিতা, গান

পঞ্চভূতের নশ্বর কায়া,
মন-বুদ্ধি-চেতনার মায়া;
দৃষ্ট হয় সকলি যা কিছু—
ধীরে ধীরে হয় ছায়া।
মাটির ধুলোও মিশে যায়,
শূন্যগর্ভে শক্তি বিলায়;
ভাঙা-গড়ার খেলায় সবাই—
কে কোথায় হারিয়ে যায়।
আমি শুধু একা পড়ে রই মা,
পূর্ণ হলে আমার শূন্য হিয়া।
(রাগ গুর্জরী তোড়ী বা
আহির আহীর ভৈঁরো )

পরে পড়বো
৮৬
মন্তব্য করতে ক্লিক করুন