Amarendra sen

কবিতা - একই মুদ্রার দুই পিঠ

Amarendra sen
রবিবার, ১১ আগস্ট ২০২৪ সাম্য-জীবনমুখী কবিতা

যা’ পেয়ে দুঃখ পাই
মানতে চায় না মন
হতে পারে সেই কিন্তু
পরম সুখের ধন;
যদি মনের অরাতি বুদ্ধি
একে দেয় সুখের রতি
পরাজিয়া বিকর্ষণী মন,
অরাতি বুদ্ধি মনের দানব
সত্য মিথ্যা যুক্তি অর্থহীন
স্বার্থ বুদ্ধিতে সদা অধীন।
একই মুদ্রার দুই পিঠ
সুখ দুঃখ আমাদের মনে
অরাতির রতি বলে দুইয়ের মাঝে
আছি কোন স্থানে।

পরে পড়বো
৩৯০
মন্তব্য করতে ক্লিক করুন