এসো জলধারী
Amarendra sen
সুভগসলীলাসরোস জল
অস্ফীতা উষ্ণ অচপল,
তপ্ত গেহে শ্রান্ত দেহে
রবির কিরণ সহি -
অশীতল তনুতল
পুনরপি অবগাহি।
শীর্ণ তরু ছিন্ন পত্র
তপ্ত বায়ুতে বহিয়া যায়
প্রখর দহনে বরষা বিহনে
জীবন ওষ্ঠে মৃত প্রায়।
গ্রীস্ম দহনে বৈশাখী দিনে
অসহ নিদাঘ ভারী
শীতল সুলল নীল নিচল
এস নেমে জলধারী।
অস্ফীতা উষ্ণ অচপল,
তপ্ত গেহে শ্রান্ত দেহে
রবির কিরণ সহি -
অশীতল তনুতল
পুনরপি অবগাহি।
শীর্ণ তরু ছিন্ন পত্র
তপ্ত বায়ুতে বহিয়া যায়
প্রখর দহনে বরষা বিহনে
জীবন ওষ্ঠে মৃত প্রায়।
গ্রীস্ম দহনে বৈশাখী দিনে
অসহ নিদাঘ ভারী
শীতল সুলল নীল নিচল
এস নেমে জলধারী।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ২২৭ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন