Amarendra sen

কবিতা - ফুল ঝরে যায় দেবালয়ে না পৌঁছিতে

লেখক: Amarendra sen

মরণের পথ আমরা দিয়েছে খুলে,
কোনে কোনে ,সব দিকে ,
বাঁচতে চেয়েও কবর খুঁড়ে চলি নিজের ,
সভ্যতার তীব্র আলোয়, ফিকে
রশ্মি, বিভ্রান্ত প্রদীপ্ত চোখে ;
অমৃত চেয়ে সুলভ গরলেই খুশি হই
এতো মোদের ক্ষুরাধার বুদ্ধি,
এতো জ্ঞান, প্রয়োজনে শুধু লাগেনা কাজে
কোনোদিন হয়নি শুদ্ধি ?
স্বর্গ নরকের কোনো লোকে ;
স্বাদু জলে পিপাসা মেটে অনায়াসে
তবু খুঁজি মহার্ঘ মোদীরা
হেসে খেলে সুখে কেটে যায় দিন
তবু খুঁজে ডেকে আনি পীড়া
অধম মনেচ্ছায় সাধ করে ,
ফুলের গন্ধে খুশি হতে পারি
তবু বনে যাই খুজতে কস্তুরী
নির্জন পল্লী পারে কিবা নদীর ধারে
খুব সুখী হতে পারি
পর্ণ কুটীরের সুখালক ভরে ;
কিন্তু পতঙ্গের মতো ছুটে চলি
জনাকীর্ণ নগরের গলিতে
বিষাক্ত বাস্পে পূর্ণ কঠিন জীবনে
ক্ষয়ে ক্ষয়ে নিজেরে দলিতে ,
রুদ্ধ করি শূভ সন্ধিত্সু ;
অর্থের বিনিময়ে বাঁচতে হবে তাই
জীবনের আর কিছুই মূল্য নাই,
বোঝেনা মন রক্ত মাংসের শরীর
জীবনের শ্রান্তি দিবস শর্বরীর ,
সময় চলে যায় এর পিছু পিছু।
কিসের জন্যে জীবন কিসে পূর্ণতা
এসেছি কেন মানুষ হয়ে পৃথিবীতে?
ভাবার সময়ই জীবনে এলোনা
হয়ে যায় পথ শেষ ছুটতে ছুটতে
ফুল ঝরে যায় দেবালয়ে না পৌঁছিতে।

১২৭
মন্তব্য করতে ক্লিক করুন