ফুলে ফলে ভরা ধরণী
যেন কত সুখের তরুণী
ওঠে সবাই সুখে মেতে
কেই ভাবেনা ছেড়ে যেতে ;
বিধির কিন্তু বিধান ভীষণ
তুমি ভাবছো ফাঁকি দেবে
লুকিয়ে থাকলেও লখিন্দর
মৃত্যু তোমায় খুঁজে নেবে।
জীবন যেন ভ্রান্তিবিলাস
হয়না পূরণ সুখের আশ
সারা জীবন ঘুরে ফিরে
পাইনা খুঁজে সুখের বাস।
হোকনা যতই ভরা হাত
যেতে হবে শুন্য হাতে
রাজা প্রজা সবাই এসে
মিলবো শুধু এক জায়গাতে।
এই পৃথিবী জ্ঞানীর মতে
হয়েছে সৃষ্টি শুন্য হতে
সাঙ্গ হলে খেলা ভবে
শুণ্যে গিয়ে মিলবো সবে।
এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১০৩ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন