নিজের দুঃখে কাঁদো যদি
কাউকে পাবেনা ভবে,
পরের দুঃখে কাঁদলে দেখো
সবাই আপন হবে।
ঘরের কোনে অশ্রু ফেলো
দুঃখ মনন করে ,
লাঘব হবেই মনের ব্যাথা
সবের কারণ স্মরে।
দুঃখে কাতর হোক হৃদয়
অশ্রু ফেলো একা ,
হেসে হেসেই বলবে কথা
সুহৃদ দিলে দেখা।
দুঃখ ব্যাথা হোকনা কঠিন
যেওনা দিতে অন্যরে,
ভালোবাসাই চাও দিতে শুধু
ভাসবে সুখে জীবন ভরে।
সুখী হিয়ায় সহ্য করে ব্যাথা
পরের তরে করবে যত ,
সুখের ভ্রমর আসবে ফিরে ফির
ফুলের অলির মতো।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন