Amarendra sen

কবিতা - কেহ চাহে কি তোমারে প্রিয়

লেখক: Amarendra sen

কেহ চাহে কি তোমারে প্রিয়
তুমিযে গরল মথিত প্রিয় অমিয়।
আস্বাদিয়া বিষ সহিয়া ভীষণ কুলিশ
কঠিনতম পথে হইয়া নির্মম সহিস
ভেদিয়া বিষাদ বেদনা মরণ অন্ধ পথ
খুঁজিয়া পাইতে অবিনশ্বর সুখের রথ
অচিন নগরের গলিপথ লঙ্ঘিয়া ইপ্সিত প্রিয়
পারিজাতের মতো চির সুরভীতো অমলিন স্বর্গীয়;
কেহ চাহে কি তোমারে প্রিয় ?
যে পাওয়া জগতে যত কঠিন
তত সে স্বর্গীয় ততই অমলিন,
বল না মরণ দিয়ে অমরত্ব নিয়ে
কে চায় সুখী হতে এই পৃথিবীতে
কখনো আকাশের চাঁদ দেয় কি ধরা এসে হাতে
দেহ হতে মন না মিশিলে আলোর জোছনাতে ?
মরণে আছে নতুন জীবন
অনন্ত রোমাঞ্চ অনন্য মোহন
তবু কেবা চায় তাকে বলোনা প্রিয়
হোকনা সে নবীন সত্য শাশ্বত স্বর্গীয়;
কেহ চাহে কি তোমারে প্রিয় ?

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৩৪ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন