ভাঙা তরীর জীবন হলে
পৌঁছাবে কোন কূলে;
জীবনের সৎ লক্ষ্য দিয়ে
বাঁধ কঠোর সংকল্প নিয়ে
ছুটাও তরী তুরীয় পথে
লক্ষ্য রেখে সদা মূলে।
আসুক ঝড় আসুক ঝঞ্ঝা,
উঠুক ঢেউ উঠুক তরী দুলে-
লক্ষে অবিচল থেকো আবিরল
যেওনা কখনো ভুলে।
একটাইতো জীবনরে ভাই
ফিরে পাবেনা গেলে
লক্ষে স্থির থেকো সবাই
যাবেনা কখনো অকূলে।

৬২
মন্তব্য করতে ক্লিক করুন