সৃষ্টির যেই রঙে যেই ভাবনায়
যে সুখ আনন্দ স্পন্দনে –
আমায় পাঠিয়েছিলে পৃথিবীতে ,
কেন দিলে না তেমনি কোন স্থানে-
জীবনের দিন গোনার ।
বাচার প্রয়োজনে যেখানে থাকি-যেখানেই যাই
হয়তো খুব ভালো সবার জন্যে ;
আমার হৃদয় খোঁজে মলয় পবন-শীতল বাতাস
ফুলের পাশে বসে আমি খুঁজি সুখের আশ্বাস ,
কিন্তু নির্মল আকাশেও যেন অচেনা চোরা ঝঞ্ঝা
ভীষণ ভয়াল শব্দহীন দুন্দুভি আনে মনে শংকা,
বৃথা খুঁজি ফুল নিষ্পাপ মনকে দিতে সুখ,
হাত দিলে ফুল হয়ে যায় কাটা- কেঁপে ওঠে বুক।
নরকের আগুনে পুড়ে যায় দেহ মন-
মনে হয় যেন মরেও আছি বেচে ,
নরক যন্ত্রনা সইব কতদিন পিতা ,
আসহনীয় আরো কত আছে বাকি-
জীবন তো যেন এক জ্বলন্ত চিতা।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন