ফুলের সজ্জা নয়গো জীবন
নয়গো সুখে মধু পান,
ভ্রমরার মতো শাখে শাখে ফিরে
নতুন ফুলে মধু অভিযান।
কাঁটা বিছানো পথে তীক্ষ্ম ফলা
উঁচু নিচু জীবনের গিরিখাদ
ক্ষত বিক্ষত হয়েও আবিরাম চলা
পিছু ঠেলে বাধা বিপদ।
বিজয়ী হয়ে কজন সুখে হাসে
ধস্ত সবারই প্রাণমন ,
হাল ছেড়ে বিদায় নেয় কেউবা
শ্বাস টেনে চলে আপ্রাণ ,
ধুঁকে ধুঁকে চলে না রইলেও সম্বল
ধড়ে আছে যতক্ষণ প্রাণ ,
বাঁচার ইচ্ছা টুকুই যেন শেষ বল
এরই নাম জীবন সগ্রাম।
কবিতা - জীবন সংগ্রাম
Amarendra sen
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
বিদ্রোহী-দ্রোহের কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা
১৭৫

মন্তব্য করতে ক্লিক করুন