নদী যদি ভাঙে কুল
ভরা প্লাবনের স্রোতে,
ফিরে আর আসেনা রে-
পুরানো গতির পথে ।
মন যদি ভেঙে যায়
এমনি কঠিন বেদনায় ,
পায় না খুজে পুরোনো আলোয়
সাধ করে বেধেছিল সুখের সময়।
আবেগের সুতো দিয়ে বাঁধা
মাটির চেয়েও নরম ,
আঘাতে পারেনা হৃদয় রাখতে ধরে
ভেঙে যায় মন।

পরে পড়বো
৩৩
আবৃত্তি করেছেন: অ ম রে ন্দ্র সেন
মন্তব্য করতে ক্লিক করুন