নির্জণ গভীর অরণ্যে রোদন
যেখানে বনের পশুর চারণ,
দুর্গম জঙ্গলে থাকেনা মানুষ
তাইতো অশ্রুত মানব ক্রন্দন;
শহরে নগরে সুন্দর ভূধরে
যেখানে ললিত মানব মাঝারে,
মমতা মর্মিতা মঙ্গল কল্যাণ
করছে সকলে নিরত সাধন ;
তবুও জনের অরণ্যে রোদন
শুনতে পাবেই তোমার শ্রবণ,
(তবেকি) অরণ্য যেখানে যায়না আলো
লোকের আলয় থেকেও ভালো ?
বনের শিকারী ভীষণ স্বাপদ
নির্জণে জনের আনেযে বিপদ,
নেইকো তফাৎ তাহলে নগরে
(আছে যে)তীক্ষ্ণ নখরদন্ত হৃদয় মাঝারে।

৪৮
মন্তব্য করতে ক্লিক করুন