দেখো আমি অপরাগ নই
সকলের মতোই শক্তি আছে আমার
কিন্তু তবুও কি যেন পিছু টেনে ধরে
যা কিছুই চাই হয়ে ওঠে না আর।
রক্ত পিপাসু চিঙ্গিস খানের মতো
হতে চাইনি দুর্ধষ্য দুর্বিনীত
ছোট ছোট তুচ্ছ ভাবনা গুলি
ছবি আঁকে যখন মনের রং তুলি ,
তাদের করতে গিয়ে সাকার
কেন যেন আগেই হেরে যাই
মনে হয় যেন কি সব ভস্ম ছাই
কিবা হবে এই সব করে আর ?
ছোট্ট লতা যায় না হারিয়ে
বিশাল বট গাছের পায়ের তলায়
হামাগুড়ি দিয়ে চূড়ায় পৌছে গিয়ে
সূর্যের দিকে হাত মেলে দেয়;
সাধারণ মানুষই হয় ওঠে মহান
আমিও মানুষ কর্মই আমার পরিচয়
ছোট চারাগাছের কাছে হেরে যাই
পারবোনা ভেবে ভেবে ইচ্ছাকে করে ক্ষয়
এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৯৭ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন