Amarendra sen

কবিতা - কারণ-বারি পানে মুক্তি আসে না (শ্যামা সঙ্গীত )

Amarendra sen
শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬ আধ্যাত্মিক কবিতা, গান

মাগো, কারণ-বারি পানে মুক্তি আসে না,

কারণ-মুখী হলে মন,হয় শুরু আধ্যাত্মিক সাধনা।

অস্তিত্বের মূলে যে কারণ রেখেছিস তুই মা,

তারে জানতেই চলে জন্ম-জন্মান্তরের সাধনা।

যে কারণে এই জগৎ-সৃষ্টি,

যে কারণে মোর এ মর্তে স্থিতি—

তারে জানতেই সকল তপস্যা,

তারে ঘিরেই এই জীবন-প্রীতি।

জগতের মূল কারণ চিনে জ্ঞান সুধা আহরণ,

মানবজীবনের মুক্তিপথের এই তো উপাসনা।

পরে পড়বো
৪৬
মন্তব্য করতে ক্লিক করুন