Amarendra sen

কবিতা - কে বলে ভালোবেসে সুখ নাই

Amarendra sen
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ গান, বিরহের কবিতা

কে বলে ভালোবেসে সুখ নাই
ভালোবাসা শুধু দুখের ঠাঁই।
আশা নিয়ে ভালোবাসা
মেটায়না কারো আশা
ভালোবাসা নয়কো পাবার আশা
ভালো দিয়ে শুধু ভালোবাসো সদাই ।
যারে ভালোবাসি তার ভালোতেই হাসি
উঠুক ভরে জীবন জুড়ে সুখের বাঁশি
ভালবাসা পুরে দিক তার সকল আশা
দেহমনে বাজুক সদা সুখের সানাই।

পরে পড়বো
২২৬
আবৃত্তি করেছেন: কাকলি মুখার্জী
মন্তব্য করতে ক্লিক করুন