Amarendra sen

কবিতা - কে বলে ভালোবেসে সুখ নাই

Amarendra sen

কে বলে ভালোবেসে সুখ নাই
ভালোবাসা শুধু দুখের ঠাঁই।
আশা নিয়ে ভালোবাসা
মেটায়না কারো আশা
ভালোবাসা নয়কো পাবার আশা
ভালো দিয়ে শুধু ভালোবাসো সদাই ।
যারে ভালোবাসি তার ভালোতেই হাসি
উঠুক ভরে জীবন জুড়ে সুখের বাঁশি
ভালবাসা পুরে দিক তার সকল আশা
দেহমনে বাজুক সদা সুখের সানাই।

পরে পড়বো
১৯২
আবৃত্তি করেছেন: কাকলি মুখার্জী
মন্তব্য করতে ক্লিক করুন