Amarendra sen

কবিতা - কে রাখেগো মনে তারে

Amarendra sen

কে রাখেগো মনে তারে
যে রহেনা হৃদয় \’পরে ।
যদি এই চোখের দেখা
হয়ে না যায় মনের লেখা,
আঁখির পাতা মুছে দিলে তাঁরে
খুঁজে পাবে মন কেমন করে ।
কত কে যে আসে যায়-
জীবন পথে বহতি ধরায়,
চোখের দেখা যারে লিখে দেয়
মনের পটে স্মৃতির পাতায় ;
চিরকাল সেই শুধু রয়ে যায়
আপন হয়ে হৃদয় \’পরে ।

পরে পড়বো
৯৬
আবৃত্তি করেছেন: অ ম রে ন্দ্র সেন
মন্তব্য করতে ক্লিক করুন