Amarendra sen

কবিতা - কেবা খোঁজে তার মনের ব্যাথা

Amarendra sen

কত গল্প কত শত কথা
পাশে রয়েও দেয় মিথ্যে ভরসা ,
কত হাসি কত মান অভিমান
সব মিথ্যে, দেখানো ভালোবাসা ;
এমনি করে দিন চলে যায় ;
জীবনের কোনটা যে খাঁটি
কোনটা যে মিথ্যে মাটি ,
প্রিতিদিনের বেশিটাই সত্য নয়
অনেটাই শুদ্ধ নিরেট অভিনয়,
এসবের খোঁজ কেবা করে হ্যায়।
দিন যায় আর দিন আসে
একটা কথাই সবার মনে ভাসে,
চল্ছি মোরা লক্ষের পিছু
আছে পাওয়ার কত কিছু,
ভেবে কি হবে শুধু অন্যের কথা;
যে ভাবে সে ভেবে মরে
সত্য মিথ্যা বিচার করে ,
বিবেক দংশনে মরে একা একা
করে সবাই অভিনয় হলে দেখা ;
কেবা খোঁজে তার মনের ব্যাথা ।

পরে পড়বো
২০৮
মন্তব্য করতে ক্লিক করুন