Amarendra sen

কবিতা - কেমনে দিবো ফাঁকিরে

Amarendra sen

বনের পাখিরে কেন রাখিস তোর আখিরে ;
নীরবে বাধা বিরসে সাধা আমার পরান ‘পরে।
নীলাকাশ দেখিলে চাতক পারে না সহিতে
বাদল ঘনিলে মেঘে বরষা পারে না রহিতে,
বিরহী বিহ্বল মন ভাবিয়া দূরের কানন
নিশিদিন কেমনে আঁখিজল বাঁধিয়া রাখিরে ।
এই ধরায় শুধু খাঁচায় বাঁধা জীবন সাধা
আমিতো ঘরের পোষ মানানো পাখিরে
কেমন করে ছিঁড়িব ভীষণ মনের জাল
কেমনে করে দিব সেই মায়ারে ফাঁকিরে ।

পরে পড়বো
১৭২
মন্তব্য করতে ক্লিক করুন