Amarendra sen

কবিতা - ক্ষনিকের বেলা

Amarendra sen
রবিবার, ১৬ মার্চ ২০২৫ বিবিধ কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

বয়ে যায় ক্ষনিকের বেলা
একে একে শেষ হয় খেলা।
শৈশব কেটে যায় নিমেষে
রসে বসে খেলে হেসে হেসে,
সুমধুর ফুলের গন্ধের মতো
যৌবন চকিতে যায় ভেসে,
চঞ্চল মত্ত মধুর মলয় পবনে
ভ্রমরের মতো কুসুমিত বনে
আনন্দ প্লাবিত জ্যোৎস্না বেলা
যৌবনে হ্রদয়ে লাগে মধুর মেলা ।
ধীরে ধীরে এসে যায় অমানিশা
জীবনের ভারে ভুলে যাই দিশা
বৌশাখী ঝড় যেন বসন্ত অবসানে
মত্ত মাতঙ্গ বিরাজে কুসুমের বনে
সুখের ঝর্ণা হতে বাঁকা অন্ধ স্রোতে
খুঁজে জীবনকে, জীবনের ভেলা।

পরে পড়বো
২৩৪
মন্তব্য করতে ক্লিক করুন