Amarendra sen

কবিতা - সত্য শিব প্রেম পূজারিণী-২

লেখক: Amarendra sen

অভিলাসসিক্ত রূপরস মনোহারি
রূপযৌবন কুসুমের ন্যায় ক্ষণচারী ,
লভিতে হবে গুণ যাহা হরের প্রিয়
পার্বতী কৃশতনু এমনি বিচারী ,
আরম্ভিলা সুকুমারী তমস্যা ভীষণ ;
প্রজ্বলি অগ্নি চারিপার্শে আপন
গ্রীষ্মকালে সূর্যের প্রখর কিরণ
অপলক নয়নে চাহি ভাণুপানে
দগ্ধপ্রায় চক্ষু মধ্যে করি উপবেশন
কৃশতনু অগ্রাহ্য করি তমিশ্রারে সমন ।
সকল পক্ক ভোজন করিয়া বর্জন
অমৃত তারাপতির চন্দ্রের কিরণ
উদার নভের অযাঞ্চ বৃষ্টি বারি
তরুর পতিত পত্রে জীবন নির্বহন ,
লক্ষ সিদ্ধি কিবা শরীর পাতন।
আতপে,কাষ্টঅগ্নিতাপে তনু সন্তাপে
তন্বিতনুর মুখপদ্ম যেন বাস্পে ভাপে
বরষায় অনাবৃত শিলাতলে শয়ন
বারিবিন্দু প্রহারে অধর নয়ন ,
মানিয়া সকল তপস্যার কঠোর বিধান ,
পৌষে সহিয়া সুশীতল শিশির বর্ষণ
অকাতরে হিমজলে করি অবস্থান
ভাসিয়া রাখি অধরকম্পিত আনন
শীত সমাগমে নষ্ট সরোবরে পদ্মবন
তথাপি হেমপদ্ম আনন শিবগরবিনী ,
শুস্ক পতিত পত্র করিয়া ভক্ষণ
পার্বতী করিত তপস্যার সাধন
অগ্নিজ্বলনে স্বর্ণ যেমন হেম বর্না
ত্যাজিয়া পত্র ভক্ষণ হলেন অপর্ণা
সত্য শিব প্রেমে অপরাজিতা তপস্বিনী

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৭৯ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন