মধুর স্বভাব মধুর ভাস
বন্ধুসখা বারো মাস
কোপন স্বভাব কঠোর ভাস
শত্রু বৃদ্দি সর্বনাশ।
পরের ত্রুটি দেখে যে শুধু
শোধরায় না নিজর ভুল
দারিদ্র তার ঘোচেনা কভু
জীবন ভর দেয় মাসুল।
মানুষেরে দূরে ঠেলে
ভগবানের পূজা করেযে
মিথ্যা তার ভক্তি নিষ্ঠা
ঈশ্বর রয়যে সবার মাঝে।
বাক্যে কঠোর হৃদয়ে কোমল
বিপদে আপদে করে হিত
সেই মানুষই আসল বন্ধু
সুহৃৎ হওয়া তারই উচিত ।
ভালোবেসে স্নেহাস্পদের
অন্যায়ের যদি না কর নাশ
ভালোবাসাই শত্রু হয়ে
করবে শীঘ্র সর্বনাস।
মুখরা হলেও চরিত্র ভালো
কষ্ট পেলেও মন্দের ভালো ,
মধুর মুখের অসতী কিন্তু
করবে তোমার বংশ কালো।
আলস্যের মতো শত্রু নেই আর
যা আছে করে ফেলো আজ
আগামীকাল সত্যি অনিশ্চিত
কারো হাতে তার নেই যে রাজ্।
মানব জীবন বড়োই দুর্লভ
হেলায় নষ্ট হয়না যেন ভাই
পরজন্ম যদি থেকোও থাকে
তার ওপরে নিয়ন্ত্রণ নাই।
এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৩১০ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন