Amarendra sen

কবিতা - দেখিব স্বপনে প্রিয়রে মোর

লেখক: Amarendra sen

তোমারে দেখিয়া বিভোর হিয়া
কাটেনা প্রভাতে স্বপন ঘোর;
ঊষার আলোয় কুসুম যেন
মধুর সুবাসে সুখের ভোর।
দেখিয়া নয়ন উদাস মন
জাগিয়া যেন দেখিছি স্বপন
দিবস রজনী ভাবিয়া তারে
রহিতে পারিনা একেলা ঘরে।
গিয়াছি ভুলিয়া সকলি মোর
যেওনা রজনী এসোনা ভোর
যদিনা আসিল সে তনুদেহে
দেখিব স্বপনে প্রিয়রে মোর।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৩২ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন