জানিনা কবিতা আজ কেন তুমি এলেনা
দিনটা রয়ে গেলো গদ্যময়-
কত চেয়েছিলাম কথাগুলি আমার মিলিয়ে দিতে
মন ভরে দেখে নিয়ে তোমায় ।
কত চেষ্টা- প্রানপন ডেকে গেলাম সারা পেতে –
মনে মনে ভাবলাম তোমায়,
কিন্তু দিনটা অমিল রয়ে গেলো শেষ অবধিও
পরাভবে গেলো সারাটা সময়।
হয়তো এমনি কত দিন আসবে যাবে ফিরে
তোমার আসার অপেক্ষায়-
এমনি গদ্যময় রয়ে যাবে আমার দিনগুলি
তুমি না আসার সমাপনায়।
দেখো জীবনটাতো অনন্ত কালের জন্যে নয়
তোমারি মতো সীমায়িত-
কিন্তু প্রবল বর্ণ ময়-বোঝাতে পারছিনা সবটা –
শুধু কথা দিয়ে বোধহয়,
তুমিতো জানো কবিতার সমাপিতেই স্বার্থকতা
মূল ভাবনা মূর্ছনা রেখে যায়-
তাই কবিতা শেষ হয় না শেষের অন্তমিলে
রয়ে যায় তার অনন্ত যাত্রায়।
তাইতো বসে থাকি একদিন হয়ত আসবে সেদিন
অপেক্ষার অন্তহবে তোমার দেখায়,
ক্ষুদ্র জীবনের শেষ কথাটি মিলিয়ে দিবো তোমার সাথে
না বলা কথাগুলি হবে বাঙ্ময়।
১০২

মন্তব্য করতে ক্লিক করুন