তোমায় ভালোবাইসা নদী
তোমার ভাঙা মাটির চর ,
কেমনে ভাঙা প্রেম লইয়া আমি
বাঁধিলাম মাটির ঘর।
বছর বছর ভেঙে যায়
মাটির ঘর বালির চড়ায়,
কেনো ভাঙা প্রেমে মজিলাম রে
সুখের স্রোতে ভাইসা যায়।
তুমি নদী তো বইয়া চল
স্রোতের টানে কলকল ,
সাগরেরে যখন পাও সুখে
ঘুমাও পরমের বুকে ;
আমিতো পইড়া রই
ভাঙা বালুর চরে একা,
সময় তোমার কোথায় নদী
পিছে ফিরিয়া দেখা ।
৫১

মন্তব্য করতে ক্লিক করুন