Amarendra sen

কবিতা - মাগি শুধু সুখ আর ভালোবাসা

Amarendra sen
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫ বিরহের কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

কত গান কত হাসি,
কত যে মধুর বাঁশি;
জীবন-পথে এ ধরায়—
এসে ফিরে চলে যায়।

কত দুঃখ কত বেদনা,
কত নিদারুণ যাতনা;
জীবনের কত দুঃসময়—
আসে ফিরে চলে যায়।

তারই মাঝে বেঁচে থাকি,
হৃদয়ে অদম্য আশা রাখি;
মরণ সবারই কাছে দুরাশা—
বাঁচিতে চাই সুখ আর ভালোবাসা।
(রাগ ভৈরবী বা রাগ মিশ্র খামাজ)

পরে পড়বো
১২৭
আবৃত্তি করেছেন: অ ম রে ন্দ্র সেন
মন্তব্য করতে ক্লিক করুন