একমুঠো ভাতের জন্যে
মানুষেরে বানাও কুকুর ,
দীন হীনে অবহেলে নাও কিনে
গড়তে সুখের পুর।
অতি ক্ষণিকের স্বপ্ন সৌধ
মনের ঘোড়া ছুটুক যতই দূর,
সময়ের সাথে বেচাকেনা হয় না
কেটে যাবে সব তাল
আজ যেখানে লাগছে সুখের সুর।
যেই নিরীহ নরম তৃণ পদ দলে
তুমি হেটে যাও সুখী মন দিয়ে ,
অচিরেই উঠবে গজে তোমারই বুকে
মাটির সঙ্গ নিয়ে ।
কবিতা - মাটির সঙ্গ নিয়ে
Amarendra sen
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
বিদ্রোহী-দ্রোহের কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা
৬৬

মন্তব্য করতে ক্লিক করুন