সুখ নাই আপনাতে
নাই আনন্দ একেলা ,
তাই এক হতে বহু
রচিয়াছ এই সৃষ্টির খেলা।
তোমার অমিত ইচ্ছা আনন্দের
অযুত অন্ততপ বিরহ মিলনের
বিস্ফারিত অযুত আলোককিরণে
বিসৃষ্ট এই মহাবিশ্ব মহাক্ষনে।
9/4/24
এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৭২ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন