Amarendra sen

কবিতা - অন্ধ গলির মক্ষিরানী

লেখক: Amarendra sen

ছোটবেলায় ভাবতাম

গায়ে গায়ে মিশে

মৌচাকের অন্ধকূপে

বাধ্যকতা কিসে

লক্ষ লক্ষ মৌমাছি কোন মায়ার টানে বেঁচে থাকে ?

এসে যৌবনের শেষে

বুঝে নিতে পারি

হৃদয়ের পারে বসে

কোন মক্ষিনারী

শহরের মরণকূপে মানুষ বাঁচে কোন পাকে ।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৯১ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন