যে প্রদীপ করে থাকে চারিদিক
আলোকে উজ্বল
কিন্তু চাহেনা তার ঘুচাতে অন্ধকার
আপন হৃদয়ে তল।
আছে বৃক্ষ যত করেনা আত্মস্থ
আপন শাখার ফল
তেমনি সিন্ধু শোষণ করে কি কখন
আপন স্রোতের জল।
বাঁচেন যেমন মহান পুরুষ
সবার সুখের তরে
ত্যাগ তিতিক্ষা আর ভালোবাসার শিক্ষা
শেখাতে জগতেরে।
ভনয়ে প্রভাতে অখ্যাত কবি
গুণীজন কথা
সময় হইলে জীবন কালে
পড়িও মহাপুরুষ গাঁথা।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন