অন্যের ভালোর মন্দ দেখে
নিন্দে করে হাসে যারাই ,
পরনিন্দা ছাড়া তাদের আর
কিছুই নেই করতে বড়াই ।
নিজে কিছুই চায়না করতে
পরের ভালো দেখলে জ্বলে ,
এমন মানুষ সুখী হয় কি
শান্তি পায় কি দেহ গেলে।
পরের দেখেই সময় কাটায়
বুঝেওনা জীবনের কি হারায়,
ক্ষুদ্র জীবনের স্বপ্নরাত্রি
শুধু কালক্ষেপে বৃথা যায় ।
দেখেনা চেয়ে সকালের ফুল
সন্ধ্যা বেলায় শুকিয়ে যায়,
রুপে গন্ধে সবারে হাসিয়ে ,
ক্ষুদ্র জীবনেও ধন্য হয় ।
৬২

মন্তব্য করতে ক্লিক করুন