Amarendra sen

কবিতা - মনে হয় জীবনটা খুব কম সময়

লেখক: Amarendra sen

এই কি শেষ দেখা আমার চোখে
মনের আয়নায় ছবিগুলি হয়তো থাকবে লেগে
কথাটা সুখকর কিবা বেদনার, নেই মূল্য তার
ভাবনার স্পন্দন নির্বাক ঠোঁটে থাকবে লেগে।
কেজানে কখন এসে যাবে সেই সময়
হয়তো পাবনা সময় বলতে বিদায়
নাড়ির স্পন্দন যদি কখনো থেমে যায়
যে কথা চেয়েছি বলতে হয়তো আসবেনা সেই অবসর
যেকাজ ভেবেছি মনে হয়তো হবেনা শেষ
মনে হয় জীবনটা খুব কম সময় ।

২৪০
মন্তব্য করতে ক্লিক করুন