Amarendra sen

কবিতা - মনের আয়নায়

Amarendra sen
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ রূপক কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

হতে হয় নিজের ইচ্ছায়
হয়না কিছুই জোর করে ,
মনের কিবা বনের রাজা
সব হয় ভালোবাসার জোরে।
শুধু দেখে আর শুনে –
কারো মুখের মধুর বাণী ,
হয়নি কেহ মনের রাজা-
কিবা হৃদয়য়ের, প্রিয় রানী ।
করেই শুধু পেতে হয়
ফাঁকি দিয়ে কখনো নয়,
কোনদিন পেলেও কিছু-
সময়ের সাথে মিথ্যে হয় ।
মনের আয়নায় মেপে দেখো
পেয়ে যাবে সব কিছু ,
যেমন ভেবে-করি, তেমনি ফল-
ধেয়ে আসে পিছু পিছু ।

পরে পড়বো
১৭৭
মন্তব্য করতে ক্লিক করুন