মনের কথা
মনের ব্যাথা ,
যায়না বোঝানো কারেও-
যতই বলোনা
কেউ বোঝেনা ,
হাজার শতেক বারেও ।
মধু না চেখে
শুকনো মুখে ,
মিষ্টি কেমন বলা-
কারো কিন্তু মুখের সাধ্য নেই –
যদিনা নাবলে
জলের তলে ,
পারে বসে ভাবলে –
খুঁজে পাবেকি কোথায় নদীর খেই ?
পরে গেলে
ব্যথা লাগে
আহা উহু সান্তনা –
সব কিছুর মূল্য কিন্তু নেই ,
যদি না পরে
ভাঙলে নিজ পা ,
বুঝবে ব্যাথার ঘা-
কেমন করে বলনা মোরে সই।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন