Amarendra sen

কবিতা - মনের মরণ

Amarendra sen
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ বিরহের কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

জানি জন্ম নিলে মৃত্যু হবে
অমর কেবা কোথায় রবে?
জানিনা শুধু পূর্বের মোরা সবে
জন্মে ছিলেম কোথায় ভবে,
জন্ম আছে মৃত্যু আছে দেহের
মরণ কি হয় সাথে সাথে মনের?
হৃদয় ভরে আলো করে
বেসেছিলো যারা ভালো মোরে,
কত শত মোর প্রিয়জন,
নয় শুধু কাছেরই স্বজন
নেইগো তাঁরা আমার পাশে
তবু কেন হয় অবিশ্বাসি মন।
তাঁরা আসে আমার পাশে
তাঁরা গান গায় ভালোবাসে
দুঃখ পেলে কাঁদে হাসে
আনন্দে আমারি মতো হাসে
শুধু মনের মাঝে গোপন পুরে
মনের চোখে নীরব সুরে।
ছুঁতে পারি নাই আছে অনেক দূরে-
তবু কত কাছে মনের মাঝে,
একফালি আকাশ রাঙিয়ে দিয়ে
হৃদয়ের মাঝে নীল হয়ে আছে,
তাই জ্যোৎস্না রাতে চাঁদের বুড়ি
আমার ঘরে খেলে লুকোচুরি।
মন কি মরণের অন্ধকুপে
রাতের আধারে হারিয়ে যায়,
নাকি অসীম নীল আকাশে
মেঘের কোলে কোলে ভাসে,
দুস্টু চোখে জ্যোৎস্না রাতে
মাটির পানে মিটি মিটি চায়।

পরে পড়বো
৪৯
মন্তব্য করতে ক্লিক করুন