Amarendra sen

কবিতা - মন-অশ্ব ছুটে যায়

Amarendra sen
রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ রূপক কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

অসহায় আমি নিজেরই কাছে,
মনহীন দেহ স্থবির নিরুপায়;
মন যা বলে— হাত, পা, চোখ,
সারা শরীর চলে সেই ইশারায়।
তবু আমার এক সংশয় জাগে,
মন কি সব কিছুর শেষ কথা নয়?
আড়ালে কি আছে অন্য কেউ—
মন কেবলই কি তার আজ্ঞাবহ হয়?
পৃথিবী যেমন সূর্যের টানে,
সৌরজগতে ঘোরে অবিরাম;
ছুটে যেতে পারেনা কখনো—
বদ্ধ সরোবরের জ্লবিন্দু সমান।
তেমনি বুঝি আছে মনের উপরে,
লুকানো অদৃশ্য প্রবল এক টান;
তারই ইশারায় মন গান গায়,
কখনো করে না তারে অসম্মান।
অনেক কিছুই করি দ্বিধাহীন,
যা চাইনা মন তাও করে দেয়;
পঞ্চ প্রবৃত্তির চাবুক আছড়ে পরে —
মন-অশ্ব তাড়নায় তীব্র ছুটে যায়।

পরে পড়বো
৩৪
মন্তব্য করতে ক্লিক করুন