Amarendra sen

কবিতা - মরণ মনের ক্লীবত্বে

লেখক: Amarendra sen

মরণের পদধ্বনি শুনতে পাই
পথে যেতে যেতে
মসৃন সরল সবুজ পথ তাই
চাহিনা আর খুঁজিতে।
যত বন্ধুর কঠিন হোক না কেন
পার হব নিশ্চয়
ভেঙে বাধা যেতে হবে অনেক দূর
দূর হও ভয়।
জগৎ জীবন সুধু গতির চলন
মৃত্যু মানেই থামা
যদি হেরে যেতে চাই থেমে যাব
ক্লান্তির নেই ক্ষমা ।
নদী মরে যায় স্রোত থামে যেথায়
মরণ মনের ক্লীবত্বে
জীবের অস্তিত্ব সুদৃঢ় হয় প্রতিদিন
জীৱন চলার বীরত্বে।
কিছু মেলে না সুখের সন্ধানে
কষ্ট আছে শাশ্বতর আহ্বানে
যদি ভুলে যাই সুখের ভুবনে
দুঃখ বেঁধে রাখবে পেছনে।
সকল ভুলে যেতে হবে তূরীও গতিতে
ন্যায় নিষ্ঠা পথের সত্য
ঐ মর্মর মৃত্যুকে নাসিয়া ধসিয়া
লভিতে হবে অমৃতত্ব।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৫৪ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন