Amarendra sen

কবিতা - নামী দামী আর অনামী আপ্তকাম

Amarendra sen

বুঝিনা কেন একজন মানুষ নামি হয়
আর মানুষের সাথে পোশাক কেন দামি হয় ?
উপযোগিতার মূল্যায়ন দিয়ে নয় কি –
কাটা ছেঁড়া বাঁকানো
শরীরের অংশ দেখানো
পোশাকের উপযোগিতা সত্যি বেশি হয় কি ?
যে লোকটি চরিত্রে লম্পট-
শরিরে কৃত্তিম জোল্লা
ব্যতিক্রমী কথা আর ব্যবহারে কপট,
তার হাজারো সঙ্গিনী নারী-
অর্থ যশে নামের বসে হয়ে যায় ভারী।
চাল চুলোহীন কাঁচা পাকা দাড়ি,
অবহেলায় হাওয়ায় চুল উড়ে যায়-
পোশাকের নাই কোনো বাহার,
সেই ব্যাটা সমাজের কোন ছার ;
পুরাতনের ভারে নৈতিকতার বুলি
কঙ্কালসার নর মুন্ডের খুলি।
কিন্তু এমন হয় যে- ছিল সমাজের একদিন নয়নের মনি
প্রযোজক ভালো মন্দ ব্যবসায়ী সমাজ সেবী কিবা শোষক
তার নামে উঠাত টাকার বিশাল খনি ,
কঠিন রোগে হঠাৎ বাবু হয়েছেন কাবু-
কোটি টাকার ডাক্তার জবাব দিয়েছে তাঁর
পরে ছেঁড়া নামাবলী
হাতে নিয়ে নরমুণ্ড খুলি,
দু দণ্ড বাঁচার আশায় অধুনা উলঙ্গ হয়ে করে তন্ত্র সাধনা-
কখনোবা গিয়ে কাশিধাম করে হরিনাম-
আর কাঁচাপাকা অনামী শুষ্ক অধরে পেটেভাতে কাচামাটির ঘরে,
শান্তির বাতাসে চিরকাল রয়ে-গেল হয়ে আপ্তকাম।

৩৬
মন্তব্য করতে ক্লিক করুন