Amarendra sen

কবিতা - নীলপরী আর চাঁদের আঁখির জল

লেখক: Amarendra sen

আকাশের নীলপরী তার আঁখির কাজল
ভাসিয়ে করে মেঘের বাদল,
ঝড়ে পরে মাটির ‘পরে ঝড়ো ঝড়ে-
শ্রাবনের ধারা বরষার জল।
কেঁদোনা নীলপরী মুছো আঁখির জল
থেমে যাবে শ্রবণের বাদল,
নীল আকাশে আবার আসবে হেসে চাঁদ
জোছনাতে করবে কোলাহল।
রাতের শেষে মিষ্টি হেসে যবে বিদায় নেবে চাঁদ
শিশির অশ্রু পরবে ঝরে সেকি,
গাছের পাতায় ফুলের মাথায় ভাঙবে খুশির বাঁধ
ঊষার আলোয় করবে ঝিকিমিকি ।

২৩
মন্তব্য করতে ক্লিক করুন