বেদনায় বুক ভেঙে যায়
হতাশায় ডুবে যায় মন।
মন্থর দীর্ঘ জীবনে যেন বাকি কিছু নাই
বেজে ওঠে শুন্য হিয়ায় বিষন্ন সানাই
বিদীর্ণ সব ইচ্ছা শুকিয়ে যায়
মুকুল অপেক্ষার বিনা অবকাশে ঝরে যায়।
জীবন শুধুই বিরহ
জীবন শুধুই ব্যাথা
চলার পথে লিখে দিয়ে যায়
শুধুই বেদনার কথা।
সুখের সময় সব যেন এক
আধার রাতের স্বপ্ন গাঁথা
মনের মাঝে চেপে রাখে তারে
হৃদয়ের যত দুঃখ ব্যাথা ।

১৮
মন্তব্য করতে ক্লিক করুন