আমায় নিভৃতে ছেড়ে যাও
নিরবে একটু কাঁদতে দাও ,
প্রাণের মাঝে যত আছে যাতনা
সব প্লাবিত হয়ে বয়ে যাক না ;
শ্রাবনের ধারার মতো হয়ে
পড়ুক ঝরে চোখের কণে বয়ে,
দেহ মনের দুঃখ জ্বালা ক্ষয়ে
অশ্রু হয়ে যাক না আজ বয়ে ।
বৈশাখীর কালো আকাশের মতো
পুঞ্জ হয়ে জমেছে দুঃখ বাদল যত,
আখির কণে ঝরে পড়ুক না
নিরবে মনের সকল বেদনা ।
১০৩
আবৃত্তি করেছেন:
অ ম রে ন্দ্র সেন

মন্তব্য করতে ক্লিক করুন