জন্ম নিয়েছি মানব হয়ে
শ্রেষ্ঠ জীব এই ধরণীর ,
এমন কর্ম রবেনা জীবনে
যার তরে হবে নত শির।
হবোনা এই ভবে আমরা সবে
শ্রেষ্ঠ মহান মহাবলী বীর ,
তবু প্রয়াস রবে গুণী হতে ভবে
শ্রেষ্টেশ্রদ্ধা রাখি নত শির।
মহাজ্ঞানী সবার মহান বচন
কোটি জনম সাধনার ধন,
ইতর জনম সব করে লঙ্ঘন
লভেছি শেষে মানব জনম।
নীলকাশে উজ্জ্বল তারার মতো
মানব জনম, নয় ক্ষুদ্র কথা,
যে ভেদিতে পারো শ্রেষ্ঠ লক্ষ
তারই হয় গৌরব গাঁথা।
তবে কেন বৃথা যায় বেলা
ওঠো পথ চলো রণ পায়,
লভিতে হবে ইপ্সিত মানবের যত
ক্ষুদ্র জীবনে মরণশীল ধরায়।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন