কিনেছ ঈমান কিনেছ ধর্ম
সামর্থ থাকলেও দাওনা সুযোগ খেটে খেতে –
করতে সততার কর্ম ;
আনুগত্যের মজুরি হাতে করে দিয়েছো
তোমার অসৎ কর্মের ফল,
বিরোধিতার ইতিহাস নেই আমি যে বুদ্ধিতে পিছিয়ে
তাই তোমার কাছে হীনবল।
গরিব অসহায়ের মনুষত্ত্ব তুমি নিয়েছো কিনে
নানা ছলে,
কলুষিত সভ্যতার কদর্য প্রথার সুযোগে
অর্থ আর ক্ষমতার বলে।
পোষা হিংস্র কুকুর লোভে পেট ভরা মাংসের
রাত জেগে পাহারা দেয় সমাজের পিশাচের ,
গরিব পেটের দায়ে হয় নিয়তির দাস –
বাঁচার তাগিদ এক অভ্রান্ত শৃঙ্খল
ধরে রেখেছে অন্ধ নিয়মের রাশ ।
আমার মতো যারা শৃঙ্খলিত –
নীল আকাশের ভরসায় বাঁচার গান গায়
অনিদ্রার স্বপহীন রাতে ধুলার শয্যায়
করে এপাশ ওপাশ ,
শৃস্খল ভেঙে পেতে চায় মুক্তির বাতাস
সুযোগের অপেক্ষায় থেকে মন
শুধু করে হাসফাঁস ,
মৃত্যু বরণ করে কোনো সকালের বিপ্লবে
কিবা মনে মনে ক্ষয়ে।
আর নিয়তির পরিহাস ;
যে অসহায় আজ পিষে যায়
সমাজের যন্ত্রের জালে ,
নির্যাতিত ছিল কিন্তু মুক্তি পেয়ে কোনো কালে ,
হয়েছে তথাকথিত মহাজন ;
সেও একই পথে চলে-
ভুলে যায় সেও ছিল একদিন-
আমারি মতো অসহায় বাছাধন।

১৫
মন্তব্য করতে ক্লিক করুন