বড়ো বিস্ময় যেন
অবাক লাগে পৃথিবীতে ,
চলে চায় প্রিয়জন
যমরাজ আসে নিতে
ক্ষনে ক্ষনে কত জীবন ,
কারো অঘটনে
কেউ রোগ-ভুগে
কেউ দুঃখ-শোকে
ছেড়ে যায় এই ভুবন,
তবুও ভাবি ভাই
আমার মৃত্যু নাই
অজর অমর আমি একাই
অনন্তকাল আমার জীবন।
আমি যে চলে যাবো
যে পথে এসে মানুষ
চলে যায় ফিরে,
কখনো আসে না মনে
বিশ্বাস হয় না জীবনে
আমারো গতি সেই শুন্য নীড়ে।
তার চেয়েও বিস্ময়
কত নিশি কত কাল
মুছে যাই আঁখি জল
তাহাদের তরে
যারা ছেড়ে যায়
বেদনায় কাতর হৃদয় ,
মনে হয় শুন্য পৃথিবী
জীবনে হয়েছে মোর অশেষ ক্ষতি ,
যদিও সত্যি নাকি?
সেপথ রয়েছে বাকি
অব্যর্থ পরম নিশ্চিন্তে
আমারো হবে ঠিক তেমনি গতি?
এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১০০ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন