Amarendra sen

কবিতা - প্রাণের ঠাকুর

Amarendra sen

কত ভালোবাসো তুমি মোরে
হে মোর প্রাণের ঠাকুর
কোনোদিন তুমি আমারে
রাখ নাই এতো টুকু দূর।
যত বার হয় পরাজয়
তুমি মনে দাও বরাভয়
যত হোক দুঃখ বেদনা
তুমি দাও হৃদয়ে প্রেরণা ,
দাও বাঁচার শক্তি বারে বারে।
লোকেরা যা বলে বলুকনা
তুমি আছো কিবা নাই
সবার হৃদয় মাঝেই প্রভু
তুমি আছে লয়ে চির ঠাঁই ,
এই বিরাট জগৎ মাঝারে।।

পরে পড়বো
১২৭
মন্তব্য করতে ক্লিক করুন