কত ভালোবাসো তুমি মোরে
হে মোর প্রাণের ঠাকুর
কোনোদিন তুমি আমারে
রাখ নাই এতো টুকু দূর।
যত বার হয় পরাজয়
তুমি মনে দাও বরাভয়
যত হোক দুঃখ বেদনা
তুমি দাও হৃদয়ে প্রেরণা ,
দাও বাঁচার শক্তি বারে বারে।
লোকেরা যা বলে বলুকনা
তুমি আছো কিবা নাই
সবার হৃদয় মাঝেই প্রভু
তুমি আছে লয়ে চির ঠাঁই ,
এই বিরাট জগৎ মাঝারে।।
১২৭

মন্তব্য করতে ক্লিক করুন