হৃদয়ের আনন্দ কুসুম বনে
এস প্রিয় তুমি গোপনে।
তোমার নয়নে নয়ন রাখিয়া
আমি করিব সুখের সাধনা
তোমার স্মরণে এই তনুমনে
জুরাবো সকল বেদনা ।
দিবস রজনী তোমাতে হব হারা
তোমারে করিব জীবনের ধ্রুবতারা
প্রান মন দিয়ে সকল সাধিয়ে
তোমার চরণে রাখিব সকল ভাবনা।
14/03/23

মন্তব্য করতে ক্লিক করুন