Amarendra sen

কবিতা - প্রদীপ আর ফুলের ব্যথা

লেখক: Amarendra sen

প্রদীপ নিশিরাতি জেগে জেগে সয়ে
বুকজ্বালা আগুনের ব্যাথা বিষ ঢালা
লিখে যায় আলোকের লিখা
আলতে সবাই ঘরে সুখী আপনার তরে
অন্যের বেদনার হিসাব কে দেয় কাহারে
শুধু জ্বলে নিভে যায় শিখা।
তরুর শাখায় যে ফুল নিতি শোভা পায়
রূপে গুনে তায় কেনা কাছে রাখিতে চায়,
না চাহিতে দেয় সবারে সুবাস ;
ক্ষণকালে ঝরে গেলে ধরণীর ধূলি তলে
কেবা দুঃখী হয় কার আঁখি ভরে জলে
তার তরে করে কেবা হা হুতাশ।
প্রিতিদিন কত ফুল ফুটে ঝরে যায়
প্রতি নিশি কত দীপ জ্বলিয়া শুকায়
বেদনায় পুড়ায় নিজের বুক
স্বার্থ মগ্ন পৃথিবী চলে আপনার খেয়ালে
অনাদি অনন্ত গড্ডালিকা প্রবাহ অন্তরালে
অসার দ্বন্দ্বে বাঁচে সারী আর শুক।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৬৫ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন